সমর্পিতা দি বেশ অনেকদিন ধরেই ওকলকাতা টিমের সাথে যুক্ত। কিছুদিন আগে উনি এসেছিলেন আমাদের কফি হাউজে আড্ডায়। বেশ ক্যান্ডিড একটা আড্ডা হল। ওনার লেখালিখির জার্নি টা আমাদের সাথে শেয়ার করলেন। 'রাত দখল' আন্দোলন এ ওনার সক্রিয় ভূমিকা নিয়ে অকপটে কথা বললেন আমাদের সাথে, পড়ে শোনালেন ওনার নিজের লেখা।
সেই আড্ডারই কিছুটা তুলে নিয়ে আসলাম আপনাদের জন্য।
আপনাদের হোস্ট, আমি অভিদীপ।
তাহলে আর দেরী কিসের? চেয়ার টেনে বসে পড়ুন, শুরু করা যাক আমাদের - কফি হাউজের আড্ডা।