Sveriges mest populära poddar

OKolkata Radio

OKolkata Bangla podcast | Episode 8 | প্রবাসজীবন আর বেলজিয়ামের গল্প | Coffeehouser Adda With Priyanka Roy Banerjee

27 min • 29 november 2024
ধরুন একদিন সকালবেলা ঘুম থেকে উঠে আপনি বাজারে গেছেন নুন আনতে, কিন্তু দোকানিকে কিছুতেই বোঝাতে পারছেন না আপনি ঠিক কি চান। না আপনি দোকানির ভাষা বুঝতে পারছেন, না সে আপনার...আপনি যতই গলা ফাটিয়ে নুন নুন বলে চীৎকার করেন, ততই সে শুকনো লঙ্কা বা জ্যামের শিশি এগিয়ে দেয়। অগত্যা আপনি পকেট থেকে ফোন বার করে ট্রান্সলেটর খুলে বাংলায় নুন লিখে দোকানির ভাষায় ট্রান্সলেট করে তবে রক্ষে পেলেন...   বাড়ি থেকে সাড়ে সাত হাজার কিলোমিটার দূরে সম্পূর্ণ একটা অন্য মহাদেশের অন্য একটা শহরে গিয়ে এরকমই অভিজ্ঞতা হয়েছিল প্রিয়াঙ্কার। এমন একটি দেশ, যে দেশের মানুষ ইংরেজি তে সড়গড় নয় একেবারেই। স্ট্রাগল ফর এগজিস্টেন্স এর জার্নি থেকে আজকে সেই দেশের একরকম পাকাপাকি বাসিন্দা হয়ে ওঠার গল্প শুনলাম প্রিয়াঙ্কার নিজের মুখেই।

 

সেই আড্ডারই কিছুটা তুলে নিয়ে আসলাম আপনাদের জন্য।

আপনাদের হোস্ট, আমি অভিদীপ।

তাহলে আর দেরী কিসের? চেয়ার টেনে বসে পড়ুন, শুরু করা যাক আমাদের - কফি হাউজের আড্ডা।

00:00 -00:00