ভারতের স্বাধীনতা লাভের অব্যবহিত পূর্বে তৎকালীন সবচেয়ে বড় প্রদেশ বাংলাকে অবিভক্ত রেখে স্বাধীন, সার্বভৌম একটি ডমিনিয়নের স্বপ্ন দেখেছিলেন বাংলার কংগ্রেস, মুসলিম লীগের নেতারা। কী ছিল তাদের সেই প্রস্তাবে? কারা এর সমর্থক ছিলেন? কারা এর বিরোধী ছিলেন? কেনই বা বাতিল হয়ে গেল শেরে বাংলার অবিভক্ত বাংলার স্বপ্ন? জানতে হলে শুনুন, আজকের পর্ব।
গবেষণাঃ ফারাবী মাহমুদ,
কণ্ঠঃ সামিরা ইয়ামিন
বিস্তারিত জানতে ভিজিট করুনঃ www.ypfbd.org/podcast